বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (কঃ) ৯৭তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে নগরীর হামজারবাগ–বিবিরহাটস্থ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফে “ফেইথ” এর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ আলী ও মানবকল্যাণ সংগঠন ফেইথ এর মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেইথ’র সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ডাঃ মোঃ সামিয়ুল করিম চৌধুরী, সহ–সভাপতি ফজলুল হক ফজু, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী আশরাফ হোসাইন, মোঃ আযম, মোঃ রাশেদ। চিকিৎসা সেবা প্রদান করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ মাইনুল করিম চৌধুরী ও ডাঃ সায়মা জিন্নাহ তাসমি। এতে আরো উপস্থিত ছিলেন শওকত হোসেন রুবেল, খুরশিদ আলম, মোঃ আলম, মোঃ নুরু প্রমুখ। প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।












