ফুসফুস ক্যান্সার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

| সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নভেম্বর মাস ফুসফুস ক্যান্সার সচেতনার মাস। এ উপলক্ষে গতকাল রবিবার পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন ক্যান্সার সারভাইভার্স ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসেম খানের সঞ্চলনায় ও কলেজ অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোমানা রশিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেক রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আলী আসগর চৌধুরী।
তিনি বলেন, ধুমপানের কারণে প্রতি বছর সাত মিলিয়ন মানুষ মৃত্যু বরণ করে। ধুমপানের কারণে ফুসফুস ক্যান্সার, স্বর-যন্ত্রের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, পাকস্থলী-খাদ্যনালীসহ হাঁড় ও মাংসপেশীর সমস্যা দেখা দেয়। ধুমপান হচ্ছে ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ। তিনি ধুমপান বর্জন করার জন্য সকলের প্রতি আহবান জানান।
এতে বক্তব্য রাখেন, পান্না বেগম, সালেহা বেগম, রাবেয়া বসরি তানজিনা, আবদুল হাসিফ মল্লিক, মো. মুরাদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১২নং ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর হলেন মনজুর
পরবর্তী নিবন্ধলায়ন ক্লাব অব চিটাগাংয়ের বিশেষ বোর্ড সভা