ফুসফুসের এক্স-রে বিশ্লেষণ করে করোনাভাইরাস শনাক্ত করবে, এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্ম বানিয়েছেন একদল গবেষক। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদন বলছে, ডিপকোভিড-এক্সআর নামের মেশিন লার্নিং অ্যালগরিদমটি একদল বিশেষজ্ঞ বক্ষ রেডিওলজিস্টকেও হার মানিয়েছে।
এক্স-রে থেকে দলটির চেয়ে ১০ গুণ দ্রুত এবং আরও নিখুঁতভাবে করোনাভাইরাস শনাক্ত করতে পেরেছে অ্যালগরিদমটি।
রেডিওলজিস্টরা সঠিক ফলাফল দিয়েছেন ৭৬ থেকে ৮১ শতাংশ। আর ডিপকোভিড-এঙআর সঠিক ফলাফল দিয়েছে ৮২ শতাংশ। রেডিও জার্নালে প্রকাশিত গবেষণা বলছে, গবেষকদের বিশ্বাস কোভিড-১৯ ছাড়া অন্য কারণে যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের দ্রুত পরীক্ষার জন্য এআই ব্যবস্থাটি ব্যবহার করা যেতে পারে। খবর বিডিনিউজের।
প্রাথমিক পর্যায়ে দ্রুত করোনাভাইরাস শনাক্ত করা গেলে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে সহায়তা হবে। গবেষণার লেখকও বিশ্বাস করেন, অ্যালগরিদমটি রোগীকে শনাক্ত করে আইসোলেশনে এবং পরীক্ষার জন্য পাঠাতে পারে।
গবেষণার লেখক যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অ্যাগেলস কাতসাগেলস বলেছেন, আমরা আসল পরীক্ষা বদলানোর লক্ষ্যে এগোচ্ছি না। এক্স-রে হলো নিয়মিত, নিরাপদ এবং কম খরচের ব্যবস্থা। আমাদের ব্যবস্থায় একজন রোগীর পরীক্ষা করতে কয়েক সেকেন্ড সময় লাগবে।
নতুন অ্যালগরিদমটি বানাতে, প্রশিক্ষণ দিতে এবং পরীক্ষা করতে বুকের দুইপাশের ১৭ হাজার এক্স-রে ব্যবহার করেছেন গবেষকরা। কোভিড-১৯ এর সময়ে এআই ব্যবস্থা প্রশিক্ষণ দিতে এটিই সবচেয়ে বড় ক্লিনিকাল ডেটাসেট। এই এক্স-রেগুলোর মধ্যে পাঁচ হাজার ৪৪৫টি এসেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর থেকে।
এই ছবিগুলো পরীক্ষা করতে প্রত্যেক রেডিওলজিস্ট সময় নিয়েছেন আড়াই থেকে সাড়ে তিন ঘণ্টা। সেখানে এআই ব্যবস্থা সময় নিয়েছে ১৮ মিনিট।












