ফৌজদার হাট ডিসি পার্কে ফুল উৎসবে এসেছিলেন সুমাইয়া আক্তার। পরিবারের সদস্যদের নিয়ে আসেন। ভেবেছিলেন পুরো পার্ক ঘুরে ১৪০ প্রজাতির ফুল দেখবেন। লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টিকেট কিনে ভেতরে প্রবেশ করেন অনেক কষ্টে। কিন্তু কিছু দূর গিয়েই ক্লান্ত হয়ে বসে পড়েন। ফুলের উৎসব নয়, যেন মানুষের মেলা। তাই ফুল দেখা আর হচ্ছে না। গতকাল চট্টগ্রামের হালিশহর থেকে ডিসি পার্কে আসা সুমাইয়া ও মো. খোরশেদ আলমসহ একাধিক দর্শনার্থী বলেন, ফুল দেখতে এসে শুধু মানুষ দেখলাম। তৃতীয় বারের মত ডিসি পার্কে ফুল উৎসবে এসেছেন তারা। কিন্তু মানুষের এমন ঢল আর দেখা যায়নি বলে জানান। এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অনেকে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গত ৯ জানুয়ারি থেকে ডিসি পার্কে চতুর্থবারের মতো মাসব্যাপী শুরু হওয়া ১৪০ প্রজাতির লক্ষাধিক দেশি–বিদেশি ফুলের সমারোহে দেশের বৃহত্তম এ ফুল উৎসবে এবার নতুন প্রজাতির ফুল যুক্ত হয়েছে। রয়েছে ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি, জিপ লাইন ফুল। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর মৌজার সাগর পাড়ে অবস্থিত ১৯৪ একর জমির উপর গড়ে উঠা দেশের বৃহত্তম মাসব্যাপী এ ফুল উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো ও পুতুল নাচ, গ্রামীণ মেলা, বই উৎসব ও ঘুড়ি উৎসব উপভোগ করতে পারবেন।
চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসবে দর্শনার্থীদের সুবিধার্থে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করছে। সকল রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিনোদনের জন্য ফৌজদারহাট ডিসি পার্ককে দেশি–বিদেশি লক্ষাধিক ফুলে সাজানো হয়েছে। গতকাল শুক্রবার অনলাইন ও ম্যানুয়েল মিলে ৩৪ হাজার ২৮৬টি টিকেট বিক্রি হয়েছে। আশা করছি শনিবার (আজ) ছুটির দিনেও দর্শনার্থীর সংখ্যা কম হবে না। দেশের বিভিন্ন স্থান থেকে এ ফুল উৎসব উপভোগ করার জন্য ছুটে আসবেন দর্শনার্থীরা।












