ফুলেল শ্রদ্ধায় বদরুদ্দীন উমরকে শেষ বিদায়

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৫৫ অপরাহ্ণ

লেখক, গবেষক ও মার্কসবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমরকে শেষ বিদায় জানানো হলো ফুলেল শ্রদ্ধাভালোবাসা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় বুদ্ধিজীবী, সরকারের উপদেষ্টা, রাজনীতিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বদরুদ্দীন উমর অসাধারণ একজন মানুষ, তিনি কখনো আপস করেননি। জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন। তার গবেষণা আমাদের পথ দেখিয়েছে। তিনি কখনো হতাশাবাদীও ছিলেন না। সবসময় আশার পথ দেখিয়েছেন। তার কাজের জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। পরদিন সকাল ১০টায় তার মরদেহ আনা হয় শহীদ মিনারে, এর আগে থেকেই অনেকে জড়ো হন শহীদ মিনার এলাকায়। পরে সোয়া ১০টা থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। খবর বিডিনিউজের।

শ্রদ্ধা জানাতে এসে চিন্তক ফরহাদ মজহার বলেন, আমাদের আগামী দিনের ইতিহাসের যে বিবর্তন ঘটবে, সেখানে বদরুদ্দীন উমর থাকবেন। গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাজনীতির তাত্ত্বিক বিশ্লেষণ এবং সাংগঠনিক চর্চায় বদরুদ্দীন উমরকে পাঠ করতেই হবে। বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানান মহাপরিচালক মোহাম্মদ আজম।

সরকারের শ্রদ্ধা : অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা শাহী মসজিদের তার চুরি, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফিজিওথেরাপি দিবস উদযাপন