ফুলের দেশে পাখির দেশে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:২৬ পূর্বাহ্ণ

ফুলের দেশে পাখির দেশে হেমন্ত আজ আসে

নীল আকাশে সাদা তুলোর মেঘগুলোও ভাসে।

ছড়ায়,পড়ায় মন ভরে যায় হেমন্তেরই দেশে

কৃষক ছোটে মাঠের পানে মিষ্টি মধুর হেসে।

কৃষাণ বধূর,মুখে হাসি ফসল তোলার ধুম

ভোরের শিশির কচি ঘাসের কপালে দেয় চুম।

নানান পিঠা নাম বাহারী সাথে পায়েস খাসা

নবান্নতে মেলা বসে তাইতো ছুটে আসা।

সূর্যটাও আলো ছড়ায় হেমন্ত ডাক পেয়ে

মনটা হঠাৎ আকুল হয়ে উঠলো সুখে গেয়ে।

ফুল পাখিদের দেশে ও ভাই হেমন্তেরই দেশে

সবাই থাকি মিলেমিশে গাঁয়ের পরিবেশে।

পূর্ববর্তী নিবন্ধমাছের ধুম
পরবর্তী নিবন্ধসুকুমারের কাছে