এবার ‘ফুলবউ’ হয়ে পর্দায় আসছেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। এ অভিনেত্রী এখন আছেন মাওয়াতে। সেখানেই ‘ফুলবউ’ নামের একটি নাটকের শুটিং করছেন।
এখানে নাম ভূমিকায় দেখা মিলবে মাহির। তার বিপরীতে আছেন খায়রুল বাশার। নাটকটি পরিচালনা করছেন মাহমুদ দিদার।
গতকাল প্রথম দিন শেষে আজ দ্বিতীয় দিনের শুটিং চলছে বলে জানালেন মাহি। আগামীকালও এর শুটিং হবে। নাটকটি চ্যানেল আইয়ের জন্য করা হচ্ছে।
এ বিষয়ে মাহি বলেন, একেবারেই অন্যরকম গল্পের একটি নাটক। চরিত্রের কারণে আমার সাজসজ্জা, মেকআপ সব কিছুতেই ভিন্নতা আনা হয়েছে। তবে এটি চ্যালেঞ্জিং চরিত্র। ভিন্নধর্মী কাজ করতে আমার ভালো লাগে।