সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা প্রিমিয়ার লিগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটায় ফুলতলাস্থ দিদারুল আলম চৌধুরী খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৩২ দলের অংশ গ্রহণে টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে চিটাগং কিংস বনাম নাইন রেইনঞ্জস্। খেলায় নাইস রেইনঞ্জাস চ্যাম্পিয়ন হয়। ফুলতলা নবজাগরণ সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহম্মদ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাফিজ জুট মিলস শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হক, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তারেক পারভেজ, খোরশেদ আলম, সুলতান আহমেদ, সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, বিএনপি নেতা নাজিম উদ্দীন খাঁন, আকবর, বাবুল চৌধুরী সহ সদস্যবৃন্দ।