কাঁদছে আকাশ কাঁদছে বাতাস পুড়ছে দীর্ঘশ্বাস
কুঁড়িরা আর ফুল হলো না কেমন পরিহাস!
ভাগ্য নাকি নিয়তি কাকে দুষবে মন
নিমিষেই যে হারিয়ে গেল মায়ের বুকের ধন
ফেরার কথা ছিল যাদের ফিরলো না আর ঘরে
আনন্দ আর উচ্ছ্বাস সব রইল ধুলোয় পড়ে
মায়ের চোখের মনি ছিল, ছিল বাবার মানিক
তোমরা তাদের দেখতে পেলে আদর দিয়ো খানিক
যতন করে রেখো তাদের রঙিন স্বপ্ন যত
পূরণ করো ওদের স্মরে ভেঙো না অন্তত
আবার ওরা আসবে ফিরে স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে
আসা যাওয়ার পথের পারে থেকো পথচেয়ে।