ফুলকির সুগতপ্রসাদ বড়ুয়া মুক্ত মঞ্চে গতকাল শনিবার ছোটদের বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সোনারতরীর সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্যাঞ্জলির শিক্ষার্থীরা নৃত্য পরিববেশন করে। মেলা উদ্বোধন করেন চিত্রশিল্পী খাজা কাইয়ুম। উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সম্পাদক ওমর কায়সার ও সর্বাধ্যক্ষা শীলা মোমেন। অতিথি ক্যানভাসে একটি ছবি এঁকে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর মেলার সকল স্টল ফিতা কেটে উদ্বোধন করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এ কে খান স্মৃতি মিলনায়তনে বসেছিল গল্পরাজ্যের পরিবেশনা।
আজ দ্বিতীয় দিন বেলা ৩টায় চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে মেলা। গাজায় নৃশংসতম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেল সাড়ে ৪টায় ফুলকির সামনের সড়কে শিশুদের সড়ক সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর মুক্তমঞ্চে থাকছে ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। এদিনও রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ১ বৈশাখ সকালটা শুরু হবে সঙ্গীত সংগঠন রক্তকরবীর ভোরের গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সামনে সাড়ে ৮টায়। দুপুর ১২টা ও বিকেল ৫টায় থাকবে ফুলকি গল্পরাজ্য প্রকল্পের পরিবেশনায় বাংলার লোককাহিনী ‘তাঁতি ও ঘোড়ার ডিম’ এর দুটি প্রদর্শনী ।
এদিন ৩টায় থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় থাকছে জাদুকর অসীম কুমারের জাদু প্রদর্শনী। এদিনও রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রেস বিজ্ঞপ্তি।