চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি সংলগ্ন পাহাড় ও সড়কে অনুষ্ঠিত হয়েছে ফুলকির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত খুদেদের ম্যারাথন প্রতিযোগিতা। গতকাল কুয়াশা মাখা ভোরে সূর্যের আবির্ভাবের সাথে সাথে সিআরবি সিরিজতলা জমে ওঠে পাঁচ শতাধিক শিশু–কিশোর ও সমসংখ্যক অভিভাবকদের মুখর পদচারণা। সবার উদ্দেশ্য ‘খুদেদের ম্যারাথন’। বয়স অনুযায়ী ৫ কি.মি., ২ কি.মি. ও ১ কি.মি. দূরুত্বে ৫৩১ জন শিশু–কিশোর দৌড়ে অংশগ্রহণ করেছে। শিরীষতলা মাঠে জাতীয় সঙ্গীত ও পরে বেলুন ফেস্টুন উড়িয়ে খুদেদের ম্যারাথনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চট্টগ্রামের এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী, ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন ও সর্বাধ্যক্ষা শীলা মোমেন। সকাল ৭ টায় সিআরবি সাত রাস্তা থেকে প্রথমে ৫ কিমি অংশগ্রহণকারীদের দৌড় শুরু হয়। এরপরই ২ কিমি ও ১ কিমি দৌড় শুরু হয়। ৫ কিমি ক্যাটাগরীতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বর্ণময় সেনগুপ্ত, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নুসরাত জাহান ইমা। ২ কিমি ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মো. আরহাম হোসেন, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় মানহা জাফরিন। ১ কিমি ক্যাটাগরিতে ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয় রাজদ্বীপ চক্রবর্তী, মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নাজিয়া কাওসার।
সমপাপনী অনুষ্ঠানে প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা ৫ জন ছেলে ও সেরা ৫ জন মেয়েকে ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। এছাড়াও সকল দৌড় সম্পন্নকারীদের মেডেল ও সনদ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে পর্বতারোহী বাবর আলী বলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ‘তোমরা দৌড়ে অংশগ্রহণ করছ, নিজেদের মেলে ধরেছ, এটা যেন থেমে না যায়, প্রায়ই এই চর্চা যেন অব্যাহত থাকে।’ ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন বলেন, ‘জীবনের গতিও যেন এমন সর্বদা চলমান ও অর্থবহ হয়।’ উল্লেখ্য, শুধুমাত্র শিশুকিশোরদের জন্য এ ধরনের আয়োজন। ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নগরীর আরো ৩৩ টি বিদ্যালয়ের ভিন্নভিন্ন বয়সী শিশুকিশোরেরা এতে যুক্ত হয়েছে। এই আয়োজনের সহযোগিতায় ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ ও এসএমসি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ফুলকির সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।












