ফুলকির সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ফুলকি সুবর্ণজয়ন্তী উৎসবের ৩ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হলো গতকাল শনিবার। শিল্পকলা একাডেমী চট্টগ্রামে গতকাল পাপেট তৈরি ও ছাপচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও মিলনায়তনে প্রদর্শিত হয় শিশুতোষ চলচ্চিত্র। বিকেলে মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশগ্রহণ করেন বিজ্ঞান বক্তা আসিফ। এরপরই মুরু সোনারতরীর উৎসব ও বিস্ময় শ্রেণির সাংস্কৃতিক পরিবেশনা। শিশু কিশোরদের ইংরেজি শেখার প্রকল্প ‘লেটস প্লে ইউথ ইংলিশ’ তাদের পরিবেশনা যুক্ত হয়। পাশাপাশি মিলনায়তনে গল্পরাজ্য প্রকল্পের গল্প শোনার আসর বসে। সন্ধ্যায় ফুলকির সহযোগি সংগঠন রক্তকরবীর শিল্পীরা ছোটদের জন্য পরিবেশন করে সঙ্গীত। সবশেষে ঢোলকবাদক শিবু দাস ও তার দলের ঢোল বাদনের সাথে সাথে ফুলকির সকল শিশুকিশোর অভিভাবক শিক্ষক শুভনুধ্যায়ীরা রংমশাল বাজি পুড়িয়ে উৎসবের সমাপ্তি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে গাছের ডাল পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধভাষা সংগ্রামসহ সকল মুক্তি আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যাবার নয়