ফুলকির পরিবেশনায় নাট্যপালা ‘বক বধ’

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

শিশু প্রতিষ্ঠান ফুলকির শিশু কিশোর অভিনেতাদের পরিবেশনায় গতকাল শনিবার থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মঞ্চায়িত হলো নাট্যপালা ‘বক বধ’। শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা শিশুকিশোর উপযোগী মজার এই পালাটির বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হয় দর্শকপূর্ণ মিলনায়তনে। হাস্যরসাত্মক পালাটি ছোট বড় সকলে উপভোগ করে। আজ রবিবার আরও দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে বিকেল ৫টা ও সন্ধ্যায় ৭টায়।

মুবিদুর রহমান সুজাতের নির্মাণ ভাবনায় পালাটিতে অভিনয় করেছে অর্চি অনিন্দিতা,স্বস্তিক দাশ, পৃথুলা বণিক, শেখ নাফসান ইউসরা, মুহ্‌তাসীম ইসলাম ধন্য,অগ্নিপ্রভা বৈদ্য, আদিত্য নন্দী, সূর্যদীপ বসু নিয়োগী,শারদ প্রত্যুষ বল, অনিরুদ্ধ পাল, আদিত্য বড়ুয়া,কণাদ চন্দ, আরিয়ানা হক রোদেলা, চিত্রাঙ্গদা দত্ত, চিত্রশৈলী দত্ত, জুবিয়া রহমান, রোহান রাজ, পার্থিব প্রাজ্ঞ, রেহনুমা তাসনীম জারিন, লুবাবা ইলমিয়াত, আযরাহ দীপান্বিতা, স্বপ্নীল চৌধুরী, জয়ন্ত ঘোষ, ত্বাহা হামিদ, রাজন্যা বড়ুয়া, তনুশ্রী বড়ুয়া, রাজন্যা দাশ, সুরঞ্জনা তলাপাত্র ও জারিন আনজুম। গানের সুর করেন সত্যজিৎ ঘোষ, পোশাক পরিকল্পনায় ছিলেন নিশিগন্ধা দাশ গুপ্তা। সার্বিক সমন্বয়ে ছিলেন জিনাত ইসলাম। ফুলকি পরিবারের পক্ষ থেকে শিশু কিশোরদের সাথে নিয়ে দ্বিতীয় দিনও পালটি উপভোগের আমন্ত্রণ জানান ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন।

পূর্ববর্তী নিবন্ধনীরবতা ভেঙে বাপ্পা মজুমদারের নতুন গানের ঘোষণা
পরবর্তী নিবন্ধটিআইসিতে তির্যকের নাটক রথযাত্রা ১৪ ফেব্রুয়ারি