নৃত্যকলা মানবজাতির প্রাথমিক শিল্পচর্চা হলেও শাস্ত্রীয় রূপের মধ্য দিয়ে এটি অর্জন করেছে এক শুদ্ধকলার উচ্চতর মর্যাদা। ফুলকির নৃত্যচর্চা কেন্দ্রে নৃত্যাঞ্জলিতে শাস্ত্রীয় শুদ্ধতায় এই উচ্চতর কলাটির কত্থক ও ভরতনাট্যম শৈলীর চর্চা চলছে বিগত আট বছর ধরে। গত ১৬ জানুয়ারি ফুলকির শাস্ত্রীয় নৃত্য প্রশিক্ষণ প্রকল্প ‘নৃত্যাঞ্জলি’র ভরতনাট্যম ও কত্থক নৃত্য বিভাগের শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষিত চর্চার শুদ্ধ পরিবেশনায় মুগ্ধতার আবেশ তৈরি হয় ফুলকি এ. কে.খান স্মৃতি মিলনায়তনে। দুইপর্বে ভাগ করে ভরতনাট্যম ও কত্থক এর নানা পর্ব উপস্থাপন করে অর্ধশতাধিক শিক্ষার্থী। ঢাকা থেকে আগত কত্থক শিল্পী ও শিক্ষক মোহাম্মদ হানিফসহ ভরতনাট্যম শিল্পী ও শিক্ষক হাসি বিশ্বাস ও অংকিতা দের তত্ত্বাবধানে এতে অংশগ্রহণ করে কত্থক বিভাগ প্রচেষ্টা বড়ুয়া খুশি, অত্রি ভট্টাচার্য্য, দীপ্র ওঙ্কার, নুসাইবা ইসলাম নিধী, কৃত্তিকা দাশ, প্রমিতি হিতৈষী বড়ুয়া, পয়মন্তী বনিক,সায়ন্তী চক্রবর্তী,অনুষ্কা চৌধুরী, সামাইরা শেখ, প্রজ্ঞা পারমিতা বড়ুয়া, দীপান্বিতা বিশ্বাস, প্রিয়ন্তী দাশ লাবণ্য, সবর্জয়ী নাথ, অনুধ্যা সুহাসিনী বিশ্বাস, আশ্ হাদিয়া ইসলাম মানহা, সম্পূর্ণা শ্রীয়া ধর, আরাধ্যা সেন, ফারাহ্ রোজ ইসলাম লাবিবা,আদৃতা দত্ত, আদ্রীতা ঘোষ, প্রতীতি নূর, সুবর্ণ মোহর, অদৃতা খাস্তগীর, মৈথিলী দে, মৃন্ময়ী চক্রবর্ত্তী, শ্রীজিতা চৌধুরী, রাধিকা চক্রবর্ত্তী, মিনার্ভা ভট্টাচার্য্য, আশফিয়া আহমেদ আরিয়ানা, আর্শিয়ান আহমেদ আমরীন, নীর্জা নবনীতা দেব, দৃষ্টি চক্রবর্তী, পূর্ণতা দত্ত, পারস্মিতা সাহা, অরিঞ্জিতা বিশ্বাস, সুশানা দে, সম্পূর্ণা মনি প্রজিতা,কৃত্তিকা ব্যানার্জী, নবনীতা দাস, আরিকা আমান, আয়েশা আমান, প্রমিথি দাশ গুপ্তা, পূর্ণতা রায় চৌধুরী, মাহেরা নুর, শ্রেয়া বড়ুয়া, কিংবদন্তি বনিক, প্রিয়ন্তী দেবনাথ, নুসরাত জাহান ইমা, নৈঋতা দেবনাথ, সমাদৃতা মজুমদার, ঋতজা সাহা, দেবলীনা দাশ, সেঁজুতি বড়ুয়া শীতল, আদ্রিতা দাশ, রাইতা সেন, দেবস্মিতা সিনহা, স্মৃতা আনন্দ, দীপা সিংহ ও কারুয়াকী দেব। শেষে ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন দর্শকদের বিশ্বের নানান দেশের শিল্পীদের পরিবেশনায় শুদ্ধ নৃত্যের ভিডিও প্রদর্শন করেন। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের শুদ্ধনৃত্যের প্রতি মনোযোগী করে তুলতে চাই। তারা অবশ্যই নৃত্যের সকল শাখায় বিচরণ করবে তবে তাকে শরীর ও মুদ্রায় শুদ্ধ শাস্ত্র ধারণের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও সকলের উৎসাহে এমন আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি












