ফুলকিতে শুরু হচ্ছে আনন্দময় পাঠ উৎসব

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলা ভাষা ও সাহিত্যের সাথে নিবিড় পরিচয়ের লক্ষ্যে ফুলকি পরিচালিত সুকুমার পাঠাগার আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজন করেছে আনন্দময় পাঠ উৎসব। ৫ দিনে ১০টি পাঠের এই কর্মশালায় কৃতীমান লেখক ও সাহিত্যিকদের সাথে আনন্দময় সময় কাটানোর জন্যে ফুলকিসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। কর্মশালা চলবে ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং ১ ও ২ মার্চ। নিবন্ধন করা যাবে ১৬ ফেব্রুয়ারি।

এই আয়োজনে বর্ণমালা ও শব্দের উচ্চারণ, ছন্দে আনন্দে, ভাষার গান, গল্পে গল্পে মহানন্দে, নানা স্বাদের কবিতা, ভাষা চলচ্চিত্র চলচ্চিত্রের ভাষা, বানান ও ব্যাকরণ নিয়ে কথা, সেরা কটি বই, চিত্রকলায় ভাষা ও দেশ, কথোপকথন ও ভাষার নাটকীয়তা বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন আবুল মোমেন, ফেরদৌস আরা আলীম, শীলা মোমেন, সঞ্জীব বড়ুয়া, ওমর কায়সার, রাশেদ হাসান, আয়েশা হক শিমু, মাহমুদ আলম সৈকত, আরিফুজ্জামান চৌধুরী ও মুবিদুর রহমান সুজাত। নিবন্ধনের জন্যে যোগাযোগ করুন ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় এমপি ওয়াসিকার পক্ষে ঢেউটিন বিতরণ
পরবর্তী নিবন্ধডা. মজহারুল হক হাই স্কুলে পুরস্কার বিতরণ