বাংলা ভাষা ও সাহিত্যের সাথে নিবিড় পরিচয়ের লক্ষ্যে ফুলকি পরিচালিত সুকুমার পাঠাগার আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজন করেছে আনন্দময় পাঠ উৎসব। ৫ দিনে ১০টি পাঠের এই কর্মশালায় কৃতীমান লেখক ও সাহিত্যিকদের সাথে আনন্দময় সময় কাটানোর জন্যে ফুলকিসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। কর্মশালা চলবে ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং ১ ও ২ মার্চ। নিবন্ধন করা যাবে ১৬ ফেব্রুয়ারি।
এই আয়োজনে বর্ণমালা ও শব্দের উচ্চারণ, ছন্দে আনন্দে, ভাষার গান, গল্পে গল্পে মহানন্দে, নানা স্বাদের কবিতা, ভাষা চলচ্চিত্র চলচ্চিত্রের ভাষা, বানান ও ব্যাকরণ নিয়ে কথা, সেরা কটি বই, চিত্রকলায় ভাষা ও দেশ, কথোপকথন ও ভাষার নাটকীয়তা বিষয়ে প্রশিক্ষক হিসেবে থাকবেন আবুল মোমেন, ফেরদৌস আরা আলীম, শীলা মোমেন, সঞ্জীব বড়ুয়া, ওমর কায়সার, রাশেদ হাসান, আয়েশা হক শিমু, মাহমুদ আলম সৈকত, আরিফুজ্জামান চৌধুরী ও মুবিদুর রহমান সুজাত। নিবন্ধনের জন্যে যোগাযোগ করুন ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।