ফুলকিতে অনুষ্ঠিত হয়েছে ‘ভাষার ভেলায় ঘুরব ভুবন’

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১২:০৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলকি পরিচালিত সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজন করেছে ‘ভাষার ভেলায় ঘুরব ভুবন’ শিরোনামে ২দিনের কর্মশালা। ‘আমরা হব কবি, আমরা হব লেখক ’ এবং ‘বইয়ে বইয়ে বিশ্ব ভ্রমণ’ এ দুটি পাঠে প্রশিক্ষক ছিলেন ফুলকি ট্রাস্টি বোর্ডের সভাপতি কবি ও সাংবাদিক আবুল মোমেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার এবং ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কামরুন নাহার আখি।

কবি ও সাংবাদিক ওমর কায়সার কর্মশালায় শিখিয়েছেন কিভাবে সুন্দর একটি বিষয় নির্বাচন করে শব্দ সাজিয়ে গল্প তৈরি করতে হয়। তারপর শব্দ, ভাব, ছন্দ, অন্তমিল ও উপমা সহযোগে কিভাবে কবিতা তৈরি করা যায়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কর্মশালায় ছন্দ মিলিয়ে ১০ লাইনের কবিতা তৈরি করে। লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী বিশ্বসাহিত্যের বিখ্যাত সব গল্পের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়েছেন। বীরবল, গোপাল ভাঁড়, পোস্টমাস্টার, হুমায়ুন আহমেদের চোখ, দ্যা গিফট অব দ্যা ম্যাজাই সহ প্রায় ১৫ টি গল্প নিয়ে আলোচনা করেন। গল্প লেখার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে সে বিষয়ে তিনি ধারণা দিয়েছেন। এরপর শিশুদেরকে গল্প তৈরি করতে দিলে শিক্ষার্থীরা আনন্দের সাথে এ কাজে অংশগ্রহণ করে। বিশ্বসাহিত্যের অবশ্যই পাঠ্য ‘ফেইরী টেলস’ ‘ঈশপস ফেবলস‘’ ‘টম সয়ার’ ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ সহ প্রায় ১৫ টি ইংরেজি গল্পের পরিচিতি তুলে ধরেন প্রশিক্ষক কামরুন নাহার আখি। সেই সাথে বয়স উপযোগী ইংরেজি বইয়ের একটি তালিকা তৈরি করে শিশুদের হাতে দেয়া হয়। কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, সাহিত্য আমাদের ভালো লাগে কারণ সাহিত্য আমাদের মনের কথা বলে। সমাপনী বক্তব্যে আবুল মোমেন বলেন, এ ধরনের কর্মশালা পাক্ষিক বা মাসিক ভাবে করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করার পরিকল্পনা আছে। ফুলকিসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে তদূর্ধ্ব ৫৫ জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রন্থাগারিক উমা ব্যানার্জী এবং সহকারী গ্রন্থাগারিক তন্নী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্য ভ্যাট অ্যান্ড ট্যাক্স প্লেবুক : ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ফর এজেন্সিজ কর্মশালা
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার