ফুরফুরা দরবারের উদ্যোগে দুইদিন ব্যাপী ৪০তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব আজ শুরু হচ্ছে। আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার নগরীর টাইগারপাসস্থ ব্রিজ সংলগ্ন পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনী ময়দানে মাহফিল অনুষ্ঠিত হবে। প্রতিদিনই বাদ আছর থেকে মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিল পরিচালনা করবেন ফুরফুরা দরবারের গদীনশীন পীর শাইখ আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী। দেশ বরেণ্য খ্যাতনামা ওলামায়ে কেরাম, পীর–মাশায়েখ, ফুরফুরা দরবারের খলিফা ও মোবাল্লিগগণ ওয়াজ করবেন বলে দরবারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












