ফুমিও কিশিদা হচ্ছেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌড়ে জেতা ফুমিও কিশিদা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কিশিদা (৬৪) গতকাল বুধবার রান অফে ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন। কোনো ১৭০ ভোট পান, যাকে গত কিছুদিন ধরে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল। খবর বিডিনিউজের।
পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হয়। মৃদুভাষী কিশিদা একসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কিশিদা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক বছর দায়িত্বে থেকেই প্রধানমন্ত্রীত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুগা। প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার প্রথম মিশন হবে আসছে সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া। জনমতের বিরুদ্ধে গিয়ে টোকিও অলিম্পিকের আয়োজন করায় ক্ষমতাসীন দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী পদের দিকে নজর ছিল কিশিদার। গত বছর দলীয় প্রধান নির্ধারণের নির্বাচনে সুগার কাছে পরাজিত হওয়ায় পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাকে। নতুন প্রধানমন্ত্রীকে মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে। ৪ অক্টোবর পার্লামেন্টের বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে কিশিদা জাপানের ১০০তম প্রধানমন্ত্রী হবেন।

পূর্ববর্তী নিবন্ধআদিবাসী মালিকানায় ফেরানো হল বিশ্ব ঐতিহ্যের চিরহরিৎ বন
পরবর্তী নিবন্ধতিউনিসিয়া পেল প্রথম নারী প্রধানমন্ত্রী