ফুটুক আরো ফুটুক

মেইজাবীন বেগম (৩০,২৪৮) | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

মেঘ করেছে আকাশ জুড়ে

যেন বিরাট ভালুক

নাচ করছে হেসে হেসে

হাতে নিয়ে শালুক।

আরেক দিকে রোদ উঠেছে

যেন সাদা মুকুট

চারদিকে ফুলের সারি

ফুটুক আরো ফুটক।

পূর্ববর্তী নিবন্ধওর আর আমার
পরবর্তী নিবন্ধহেমন্ত এলো