নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমির অফিসে জুয়ার আসর চলাকালে অভিযান চালিয়ে পৌনে ৭ লাখ টাকাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কোতোয়ালী জোনের এসি মো. মুজাহিদুল ইসলাম।
এ সময় জুয়া খেলা চলছিল সেখানে। বাংলানিউজ
গ্রেফতারকৃতরা হলো মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম(৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম(৪০), মো. মুসলিম উদ্দীন(৩৮), মো. রানা (৪০), মো. বাবুল(৩৫), মো. জসীম উদ্দীন(৩৮), মো. রুবেল উদ্দীন(৩২) ও মো. এমরান উদ্দীন(৫০)।
এসি মো. মুজাহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় রেফারি সমিতির অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলার সরমঞ্জামসহ ১৯ জনকে আটক করা হয়। এ সময় ৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে আশেপাশের এলাকায় পাহারা বসিয়ে খেলা পরিচালনা করে আসছিল।