ফুটবল ট্রেনিং একাডেমি কার্যালয়ে জুয়ার আসর

পৌনে ৭ লাখ টাকাসহ ১৯ জুয়াড়ি আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি এলাকায় এম এ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি কার্যালয়ে ঝটিকা অভিযান চালিয়ে জুয়ার আসরের সন্ধান পেয়েছে পুলিশ। সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জুয়া খেলা অবস্থায় ১৯ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। এসময় জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদির পাশাপাশি জব্দ করা হয় ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা। আটককৃতরা হলেন, মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাছ (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলালউদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাউয়ূম (৪০), মো. মোসলেম উদ্দিন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসিমউদ্দিন (৩৮), মো. রুবেল উদ্দিন (৩২) ও মো. এমরান উদ্দিন (৫০)।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম আজাদীকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কোতোয়ারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি থেকে ১৯ জনকে জুয়া খেলার সময় আটক করি। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রেড লাইসেন্স না থাকায় ১৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহেফাজতের আহ্বায়ক কমিটি অবৈধ