ফুটবল খেলা শেষে বিজয়ী দলের উপর হামলা

১৬ খেলোয়াড় ও ৫ শিক্ষক আহত

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা পর্যায়ে চলমান ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার গতকাল শনিবার ছিল সেমিফাইনাল খেলা। সকাল সাড়ে ১১টায় সম্পন্ন হওয়া উক্ত টুর্ণামেন্টে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়। খেলা শেষে পরাজিত দলের সমর্থকদের হামলায় বিজয়ী দলের ১৬ খেলোয়াড় ও ৫ শিক্ষক আহত হয়েছে। আহতদের দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উল্লাহ বলেন, খেলা শেষে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্য করে প্রতিপক্ষরা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছিল। তা দেখে আমরা ১৬ খেলোয়াড় শিক্ষার্থী ও ৫ শিক্ষক স্টেডিয়ামের উত্তর পাশের বিকল্প মাদ্রাসা সড়ক দিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেখানেও কিছু তরুণ-যুবক লাঠি সোটা দিয়ে আমাদের শিক্ষার্থীদের পিটিয়ে জখম করতে থাকে। এক পর্যায়ে আসেপাশের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আমাদের খেলোয়াড়দের গোলকিপার শ্রাবণ (১০ শ্রেণী), ডিফেন্স রাজা (১০ম শ্রেণী), রোমিও, নিশান, পবনসহ ১৬ ছাত্র আহত হয়। ছাত্রদের রক্ষা করতে গিয়ে ৬ শিক্ষক আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শ্রাবণ ও রাজাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন বলেন, এই বিষয়ে পূর্ব থেকে সতর্ক করার পরও প্রশাসনসহ মীরসরাই পৌরসভার মেয়রের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, রোববার বিকালে উক্ত মাঠেই আমাদের টিম ফাইনালে খেলার কথা। করেরহাটের শিক্ষক শিক্ষার্থীদের এভাবে আহত করার উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে খেলার রেফারী ও মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আলম বলেন, খেলা শেষে করেরহাটের শিক্ষক ও শিক্ষার্থীদের উত্তর পার্শ্বের সড়ক দিয়ে চলে যেতে দেখেছি। কিন্তু পথিমধ্যে এমন ঘটনায় আমরা ও অবাক হয়েছি।
মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির বলেন, রোববার মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় ও করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের সকল কর্ণধার উপস্থিত থাকবেন। আজকের (গতকালের) ঘটনার যথাযথ বিচারসহ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খেলা শেষে স্টেডিয়াম থেকে বাড়ি ফেরার পথে ঘটে যাওয়া উক্ত ঘটনার তদন্তপূর্বক প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। ফাইনাল খেলায় ও পর্যাপ্ত নিরাপত্তার উদ্যোগ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে আ. লীগের মনোনয়ন পেলেন পেয়ারুল ইসলাম
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে দুই নারী চোর গ্রেপ্তার