এবার ফুটবল খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথ শিশু। কেএফসি’র পৃষ্ঠাপোষকতায় আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে ১০ জন সুবিধাবঞ্চিত মেয়েদের একটি দল নিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা লিডো। দলটির কাছে জার্সি হস্তান্তর করা হয়। এসময় দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করে ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা বলেন অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। রাস্তা থেকে আন্তর্জাতিক ফুটবল মাঠ পর্যন্ত পৌঁছানো এই ১০ জন সুবিধাবঞ্চিত মেয়ের জন্য স্বপ্ন পূরণের মতো। এতোদিন এই মেয়েরা শুধুমাত্র কাগজের বল দিয়ে ফুটবল খেলত। এখন তারা স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপের মতো একটি আন্তর্জাতিক মঞ্চে তাদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।












