ফুটবল কোচেস এসোসিয়েশনের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফুটবল কোচেস এসোসিয়েশনের সপ্তাহব্যপী সদস্য সংগ্রহ কর্মসূচি গত সোমবার সন্ধ্যায় সিজেকেএস কনভেনশন হলে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসোসিয়েশনের আহ্বায়ক নজরুল ইসলাম লেদুর সভাপতিত্বে এবং সদস্য দেবাশীষ বড়ুয়া দেবু’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ও সৈয়দ আবুল বাশর, চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সদস্য সচিব মাসুদ পারভেজ কায়সার ও সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়ন উপকমিটির কোঅর্ডিনেটর মো: আবুল কাসেম। অনুষ্ঠানে সিনিয়র কোচ ইবাদুল হক লুলু ও মাহাবুবুল আলম, চট্টগ্রাম জেলা ফুটবল দলের ম্যানেজার সরোয়ার আলম মনি ও কোচ নাজিম উদ্দীন নাজু এবং কোচদের মধ্যে মো.আলী, নয়ন, আসাদ, মনি, মান্নান, আনিস, ফরিদ, খোকন, বাবলু ও আমজাদ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ না জিতলেও বাংলাদেশ পাবে কোটি কোটি টাকা
পরবর্তী নিবন্ধহংকং ম্যাচের প্রস্তুতির শুরুতে বৃষ্টির বাগড়া