ফুটবল কমিটি ঘোষণা করায় আলোচনায় আবার সিজেকেএস সাব কমিটি

নতুন ফুটবল সম্পাদক মোঃ শাহজাহান, স্বপন সহ সভাপতি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৭:৪৫ পূর্বাহ্ণ

২০১৯ সালের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সবশেষ নির্বাচন। আর সে নির্বাচনে খুব বেশি পরিবর্তন হয়নি। চারজন নতুন মুখ ছাড়া বাকিরা সবাই পুরানো। হয়তো দু একজনের পদোন্নতি হয়েছে। বলতে গেলে আগের কমিটিই রয়ে গেছে। নির্বাচনের ১৫ মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো সাব কমিটি সমুহ গঠন করতে পারেনি জেলা ক্রীড়া সংস্থা । মাঝখানে শোনা গিয়েছিল বেশিরভাগ কমিটি প্রায় চুড়ান্ত। সবশেষ যাছাই বাছাই করে ঘোষনা করা হতে পারে যেকোন সময়। এরপর কেটে গেল আরো বেশ কিছু দিন। কিন্তু ঘোষিত হয়নি কোন সাব কমিটি। এরই মধ্যে কদিন আগে হঠাৎ করে ফুটবল কমিটি ঘোষনা করা হলে আলোচনা শুরু হয় সাব কমিটি সমুহ নিয়ে। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি কমিটিতে প্রথমবারের মত জায়গা পাওয়া মোহাম্মদ শাহজাহানকে সম্পাদক করে এরই মধ্যে ঘোষনা করা হয়েছে ৩৪ সদস্য বিশিষ্ট ফুটবল কমিটি। অবশ্য তিনি বেশ কয়েক বছর ধরে জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করে আসছেন। ফুটবল কমিটি ঘোষনার পর সাব কমিটি নিয়ে আলোচনা বেশি হওয়ার কারন বলতে গিয়ে নির্বাহি কমিটির একাধিক সদস্য বললেন, বর্তমানে জেলা ক্রীড়া সংস্থার ফুটবলের সাথে তেমন কোন সংশ্লিষ্টতা নেই। কারন বাফুফে এবং ফিফার গাইডলাইন অনুযায়ী ফুটবলের জন্য স্বতন্ত্র প্রতিষ্টান হিসেবে ফুটবল এসোসিয়েশন রয়েছে। তাহলে তড়িগড়ি করে কেন ফুটবল কমিটি ঘোষনা করা হলো আগে। যে সব ইভেন্টের খেলা সমুহ পরিচালনা করতে হয় জেলা ক্রীড়া সংস্থাকে সেব সাব কমিটি নয় কেন । তাছাড়া একই সাথে সবগুলো কমিটি ঘোষনা করলে কি সমস্যা ছিল । তেমন প্রশ্নও অনেকের। আর সে সব প্রশ্নের জবাবে সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী বলেন আসলে সবগুলো সাব কমিটির খসড়া তৈরি করা হয়েছিল। কিন্তু করোনা সহ নানা কারণে ঘোষনা করা সম্ভব হয়নি। ফুটবলটা দিয়ে শুরু করা হয়েছে। অন্যান্য কমিটি গুলো এখনো খসড়াতেই রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। তিনি জানান যখন আমরা সাব কমিটি গুলো নিয়ে আবার বসার চেষ্টা করছিলাম তখনই শুরু হয়ে গেল করোনার দ্বিতীয় ধাপ। তারপরও বাকি কমিটি গুলো যত দ্রুত সম্ভব ঘোষনা করার চেষ্টা করবেন বলে জানালেন তিনি। অতীতে সবগুলো কমিটি একসাথে ঘোষনা করার রেওয়াজ থাকলেও এবারে হঠাৎ করেই ঘোষনা করা হলো ফুটবল কমিটি। মশিউর রহমান চৌধুরী জানান বাকি কমিটি গুলোও যত দ্রুত সম্ভব তারা ঘোষনা করবেন। এরই মধ্যে ঘোষিত ফুটবল কমিটিতে জেষ্টতা লংঘিত হয়েছে বলে অভিযোগ করেছিলেন কেউ কেই। মশিউর রহমান জানান সে সব সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকাটি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান। ঘোষিত ফুটবল কমিটিতে সহ সভাপতি রয়েছে আট জন। তারা হলেন নজরুল ইসলাম লেদু, ওয়াহিদ দুলাল, লোকমান হাকিম মোঃ ইব্রাহিম, প্রদীপ ভট্টচার্য, নোমান আল মাহমুদ, মশিউল আলম স্বপন, মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশিদ। যুগ্ম সম্পাদক করা হয়েছে দুজন। তারা হলেন জমির উদ্দিন বুলু এবং আখতারুজ্জামন। এছাড়া নির্বাহি কমিটির কোষাধ্যক্ষ পর্যন্ত পদাধিকার বলে সদস্য হিসেবে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধ২০২৩ বিশ্বকাপ জেতা সম্ভব মনে করেন সাকিব
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ স্কোয়াড হবে ৩০ জনের