ফুটবল ও কাবাড়ি দলকে বাঁশখালী উপজেলা প্রশাসনের সংবর্ধনা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় অঞ্চল রানার্স আপ বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় কাবাডি দল এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন সরলের ৬৪ নং জালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবল খেলোয়াড়দেরকে সংবর্ধিত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন ক্রীড়াঙ্গনে বাঁশখালীর সুনাম রয়েছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জালিয়াঘাটা সপ্রাবি ও বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় আমাদেরকে গৌরবান্বিত করেছে। উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আগামীতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করবো। এসময় উপস্থিত ছিলেন বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আহমদ ছফা, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক প্রকাশ বড়ুয়া, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার, ক্রীড়া সংগঠক মনজুর আলম, মো. আইজাজ সানি, আবদুল খালেক, হামিদ খান, হারুনুর রশিদ প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধলালদিঘী মাঠে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ