চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে মিনিবার ওয়ারিয়র্স শিরোপা জিতেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মিনিবার ওয়ারিয়র্স পরাজিত করে টিম কাচারী পাহাড়–কে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. মনজুর হোসেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ–সভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহ–সভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এহছান উল্লাহ মানিক, আছমা খানম, বিবি ফাতেমা ফেন্সি, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ, রাহেলা গুলশান ডালিয়া ও সাজ্জাদ কামরুল হোসেন প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স–আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।











