বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্পেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সচিবালয়ে গতকাল সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেস সালাস জানান, স্টেডিয়াম নির্মাণ, বিভিন্ন উপজেলায় টার্ফ স্থাপন ও প্রশিক্ষণ খাতে সাহায্য করতে চান তারা।
এছাড়া দুই দেশের খেলোয়াড়, কোচ কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সাক্ষর করা যেতে পারে।