সাবেক কৃতী ফুটবলার মঞ্জুরুল আলম খান মঞ্জু গতকাল সন্ধ্যা ৭টায় নগরীর ঈদগা বউ বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে যান। আজ রবিবার সকাল ১০টায় ঈদগা বউ বাজারস্থ মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফুটবলার মঞ্জুর মৃত্যুতে চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি, ফুটবল রেফারি এসোসিয়েশন, কিষোয়ান এসসি ও মর্ণিং ফিটনেস জোনের পক্ষ থেকে পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।