ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় ২ লাখ টাকা সরকারি অনুদান

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। গতকাল ২৩ জুলাই বুধবার বিকালে রাঙামাটি জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ঋতুপর্ণা আমাদের দেশের গর্ব। তাঁর মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান তাদের পাশে দাঁড়িয়েছে, অর্থ সহায়তা প্রদান করেছে। আমরা জেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এ বিষয়ে অবগত করার পর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমা আর্থিক সহায়তা দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এর আগে ঋতুর মায়ের অসুস্থতার খবর পেয়ে গত ৯ জুলাই গ্রামের বাড়ি কাউখালী উপজেলার ঘাগড়া মগাছড়ি গ্রামে ঋতুর অসুস্থ মাকে দেখতে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। এসময় চিকিৎসা সহায়তা হিসেবে বিএনপির পক্ষ থেকে নগদ ২ লাখ টাকা আর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লক্ষ টাকার চেক দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ না জিতলে নিজের ইনিংসের কোন দাম নেই বললেন জাকের আলি
পরবর্তী নিবন্ধনারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের ড্র ২৯ জুলাই