ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ফিজিও

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:২৬ পূর্বাহ্ণ

অনুশীলনে ফুটবলারদের ফিটনেস কোন পর্যায়ে আছে, সেটা খতিয়ে দেখতে হলো কুপার টেস্ট। ফুটবলারদের হার্টরেট, স্ট্যামিনা এবং স্পিড দেখে সন্তুষ্টি জানালেন ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার। বললেন ক্যাম্পের অনুশীলনে খেলোয়াড়দের ফিটনেস লেভেল ‘আপ টু দ্য মার্ক’। সকালের অনুশীলন শেষে ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানান ফুয়াদ। ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দু’টিকে সামনে রেখে তিনি বলেন ‘এটা আমাদের প্রথম ধাপ ছিল। পরবর্তীতে আরও কিছু ধাপ অনুসরণ করব। সবগুলো সামারাইজ করে বলতে পারব তাদের ফিটনেস লেভেল কোন পর্যায়ে আছে। এর আগে কোচের মাধ্যমে যে শিডিউল খেলোয়াড়দের দেওয়া হয়েছিল, (সে অনুযায়ী ফিটনেস দেখে) আমরা সন্তুষ্ট। মোটামুটি সবাই অ্যাভারেজ, আপ টু দ্য মার্ক ছিল।’

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ফুটবল একাডেমিতে জার্সি প্রদান
পরবর্তী নিবন্ধইস্টার্ন মোটরস স্নুকারে রনি দোভাষ চ্যাম্পিয়ন