ফুটবলকে বিদায় বলে দিলেন আগুয়েরো

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:৩০ পূর্বাহ্ণ

হৃদরোগ সমস্যার কারণে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সার্জিও আগুয়েরো। বুধবার এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ফুটবল থেকে বিদায় জানান তিনি।
আগুয়েরো বলেন, ‘আমার স্বাস্থ্য আগে। স্বাস্থ্যকর্মীরা আমাকে জানিয়েছেন এটাই ফুটবল থেকে বিদায় নেওয়ার সবচেয়ে সঠিক সময়। তাই আমি বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার পাশাপাশি ফুটবলকে বিদায় জানাচ্ছি।’
চলতি মৌসুমে অনেক আলোচনার জন্ম দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। যদিও ইনজুরির কারণে অভিষেকটা দেরিতে হয় এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। গত মাসে লা লিগায় আলাভেসের বিপক্ষে খেলার সময় বুকে ব্যথা অনুভব করেন আগুয়েরো।
পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয় তাকে। তখনই গুঞ্জন ছিল ফুটবল ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে তার। অবশেষে সেটাই হলো। মাত্র ৫ ম্যাচেই শেষ হয়ে গেলো তার বার্সেলোনা পর্ব।

পূর্ববর্তী নিবন্ধঅনি স্মৃতি টেবিল টেনিস লিগে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধমুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জিতল সেন্ট্রাল জোন