সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কে বি ফজলুল কাদের রোড থেকে এসব দোকান উচ্ছেদ করা হয়। গতকাল বুধবার পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অবৈধভাবে ফুটপাত ও নালা দখল করে দোকান বা ভ্যানগাড়ি বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও নালা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৪০টি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।