বোয়ালখালীতে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় ৪ দখলদারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ব্যস্ততম কানুনগোপাড়া সড়কের দুইপাশে অবৈধভাবে দোকানের সামনের অংশ সমপ্রসারণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল কতিপয় দোকানদার। এতে সড়কটিতে নিত্য যানজট সৃষ্টির পাশাপাশি সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হতো। এর প্রেক্ষিতে বেশ কয়েকবার এসব দোকানদারদের তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু অধিকাংশ দোকানদার তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় মোজাফ্ফর হোসেনকে ৮ হাজার টাকা, আকতার হোসেনকে ২ হাজার টাকা, এস এস কুতুব উদ্দিনকে ৫ হাজার এবং মো. ইব্রাহিমকে ৫ হাজার টাকাসহ ৪ জনের কাছ থেকে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।












