ফুটপাত দখল করে ব্যবসা, নগরে চার জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরে সড়ক ও ফটপাত দখল করে পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বন্দর থানার সল্টগোলা ক্রসিং ও খুলশী থানার লালখান বাজার মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, দণ্ডিতরা রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানবাজারে সেবকদের মাঝে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসঙ্গীত মানুষকে মানবিক করে