নগরের পাহাড়তলী থানার ওয়ারলেস মোড়ে ফুটপাত দখল করে ব্যবসা ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করার অপরাধে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগও জব্দ করা হয়। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও ফুটপাতের উপর মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ‘হারুন ডিপার্টমেন্টাল স্টোর’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘রসুইঘর রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানি হাউস’কে গ্যাস সিলিন্ডার ফুটপাতের উপর ঝুঁকিপূর্ণভাবে রেখে ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিক্রি করে সেবাগ্রহীতার জীবন বিপন্ন কারার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আজিজ।