ফুটপাত দখলমুক্ত করা হোক

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৪:৪৬ পূর্বাহ্ণ

ব্যস্ত সড়কে পথচারীদের ইতস্তত চলাফেরা দুর্ঘটনার অন্যতম কারণ। আর পথচারীদের ফুটপাত এড়িয়ে চলার বড় কারণফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান কিংবা নানাবিধ ব্যবসা। চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত যাত্রাপথে দেখা মেলে করুণ এ চিত্রের। বহদ্দারহাট কাঁচাবাজার এরিয়ার পুরো জায়গা হকার বা স্ট্রিট ফুড দোকানদারদের দখলে। মাঝেমধ্যে পুলিশদেরকে দোকান উচ্ছেদের নামে পায়চারি করতে দেখা যায়, তবে কিছুক্ষণ পরেই ফেরে সেই আগের অবস্থা। বহদ্দারহাট থেকে কালুরঘাট বেতারকেন্দ্রের ওদিকে গেলেই দেখা যায় রাস্তার ওপর সারি সারি টঙ দোকান। আর দোকানের পাশের ফুটপাতে পাতানো সারি সারি কাঠের বেঞ্চ। বাধ্য হয়েই পথচারীদের ঝুঁকি নিয়ে হাঁটতে হয় রাস্তার ওপর দিয়ে। এছাড়াও নগরের এসব এলাকায় অন্যান্য জায়গার মতো মাঝে মধ্যেই চোখে পড়ে বিভিন্ন কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারের। এসব জায়গায় আসা অতিথিদের গাড়িগুলোকে থোরাই কেয়ার ভাব দেখিয়ে রাখতে দেখা যায় রাস্তার ওপরেই। ফুটপাতরাস্তা দখল করে গড়ে ওঠা এমন বাণিজ্য দেশের প্রায় প্রতিটি নগরের সাধারণ চিত্র। এসব অবৈধ দখলদারত্ব, অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসন, স্থানীয় ছাত্রজনতা ও সচেতন নাগরিকদের দাঁড়াতে হবে এখনই। তবেই বাস্তবে পরিণত হবে নতুন বাংলাদেশ গড়ার আগামীর স্বপ্ন।

মো. নাঈম ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশার্ল বোদলেয়ার : আধুনিক কবিতার জনক
পরবর্তী নিবন্ধজীবনের আশা ছেড়েই দিয়েছিলাম