নগরে ফুটপাত ও রাস্তা দখল করে ঝুঁকিপূর্ণভাবে লোহার গ্রিল ঢালাই করাসহ বিভিন্ন অপরাধে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, আরাকান রোড ও বিএফআইডিসি রোডে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ঝুঁকিপূর্ণভাবে লোহার গ্রিল ঢালাই করা, দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখা ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে ৬ ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।