ফুটপাত ও রাস্তা দখল, ৮ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:১৩ পূর্বাহ্ণ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে নগরে আট ব্যবসায়ীকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পোর্ট কানেক্টিং রোডের নয়াবাজার ও সরাইপাড়া অংশে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, বিক্রির জন্য লোহাজাত দ্রব্য স্তুপ ও নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে মাটির নিচে মিললো পুরানো রাম দা-কিরিচ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২