ছয় ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা

ফুটপাত ও রাস্তা দখল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করায় নগরে ছয় ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাললত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি জানান, সদরঘাট থানার অমর চাঁদ রোডে ফুটপাত ও রাস্তার উপর সাইকেল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ছয় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরচনা প্রতিযোগিতায় জিনানের জাতীয় পুরস্কার অর্জন
পরবর্তী নিবন্ধভাসানচরে কার্যক্রম শুরু করেনি জাতিসংঘ