ফুটপাত ও রাস্তা থেকে ৫০ দোকান উচ্ছেদ

৬ ব্যক্তিকে চসিকের ২১ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোট ৬ ব্যক্তিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার নগরীর বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেইট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
জানা যায়, বন্দরটিলা ও নেভী হাসপাতাল গেইট এলাকায় রাস্তার উভয় পাশে অবৈধ দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধভাবে রাস্তায় ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ৩ ব্যক্তিকে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরো অংশ নেন চসিক মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম। এ সময় ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার কোটবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৫তম শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গৃহবধূররহস্যজনক মৃত্যু