ফুটপাতে শ্বশুরের ইট ব্যবসা, টেক্সি চাপায় প্রাণ গেল জামাতার

মহেশখালী প্রতিনিধি

| শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

মহেশখালীতে গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়কের দুপাশে ফুটপাত দখল করে ইট, বালু ও স্ক্র্যাপ ব্যবসার কারণে পথচারীদের চলাচল ও যানবাহন যাতায়াতে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। এবার সড়কের বাঁকে ফুটপাতে ইট ব্যবসা করার কারণে সিএনজিচালিত টেক্সি চাপায় মারা গেলেন ইট ব্যবসায়ীর জামাতার।

গত বৃহস্পতিবার রাত ৮টায় গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়কের বড়ছড়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিটু দে (৫৫) বাঁশখালী উপজেলার নাপোড়া ইউনিয়নের বাবুর পাড়া গ্রামের মৃত বদরাম দের পুত্র এবং মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের ইট ব্যবসায়ী ফনিন্দ্র দে প্রকাশ গুরাবুইজ্যার জামাতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফনিন্দ্র দে প্রকাশ গুরাবুইজ্যা গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়ক সংলগ্ন তার বাড়ি ও দোকানের সামনে সড়কের ফুটপাত দখল করে ইট ব্যবসা করে আসছিলেন। সড়কের বাঁকে ইটের স্তূপের কারণে যানবাহন চালকদের যেমন অসুবিধা হচ্ছিল তেমনি স্কুলকলেজের ছাত্রছাত্রী ও পথচারীদের যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটে আসছিল। ওই একই স্থানে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর টমটম চাপায় নিহত হয়েছিল হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র বড়ছড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র আল মুবিন সাত্তার সিহাম ()। এসব কারণে ওই ইট ব্যবসায়ীকে এলাকাবাসীরা বারবার নিষেধ করলেও তিনি রাস্তার উপর ইট ব্যবসা অব্যাহত রাখেন। গত বৃহস্পতিবার রাত ৮টায় রাস্তা পারাপারের সময় ইটের স্তূপের আড়াল থেকে আসা দ্রুতগামী টেক্সির চাপায় মারা গেলেন ফনিন্দ্র দের নিজের মেয়ে জামাই বিটু দে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশখালী ও পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে নতুন ব্রিজ এলাকায় তিনি মারা যান। বর্তমানে নিহতের মরদেহ চমেক হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে নিহতের শ্বশুরবাড়িতে রাখা হয়েছে।

স্থানীয় হোয়ানক ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশেক ইলাহী বলেন, ইট ব্যবসায়ী ফনিন্দ্রকে ইতোপূর্বে ফুটপাতে ইট না রাখতে বেশ কয়েকবার নিষেধ করা হয়েছিল। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। অবশেষে আজ নিজেরই বড় ক্ষতি হয়ে গেল। এখন তাকে ইউনিয়ন পরিষদ থেকে নিষেধ করার প্রক্রিয়া করা হবে।

উল্লেখ্য, মহেশখালীর গোরকঘাটাজনতা বাজার প্রধান সড়কের দীর্ঘ ২৭ কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় হাটবাজার, ফুটপাত দখল করে ব্যবসা, নির্মাণসামগ্রী ও অন্যান্য মালামাল রেখে বিক্রি করায় যানবাহন চলাচল ও পথচারী যাতায়াতে মারাত্মক ব্যাঘাত ঘটে আসছে। এসব কারণে নিত্যদিন ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে বহু প্রাণহানিও ঘটছে। ভুক্তভোগী এলাকাবাসীরা প্রদান সড়কের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় দ্বিতীয় দিনেও থেমে থেমে গুলি