ফুটপাতে পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ অভিযান চসিকের

নিউমার্কেট-ফলমন্ডি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ

নগরের নিউমার্কেট মোড় থেকে ফলমন্ডি পর্যন্ত সড়ক ফুটপাতে পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল পরিচালিত এ অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। তিনি বলেন, রাস্তা, নালা ও ফুটপাত দখল করায় জরিমানা করা হয়েছে। ফুটপাতসড়ক আমরা দখল হতে দেব না। পুরো শহরের সব ফুটপাতসড়কই আমাদের কার্যক্রমের আওতায় আসবে। তাদের বারবার বলা হয়েছে, ফুটপাতসড়ক দখল করা যাবে না। আজও (গতকাল) মাইকিং করে আমরা তাদের সরে যেতে বলেছি, যারা এরপরও সরে যায়নি তাদের অপসারণ করেছি। ফুটপাতে কোনোভাবেই কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই। পুনর্দখল ঠেকাতে মনিটরিং চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৮০০ গণপরিবহনের রুট পারমিট বাতিল হচ্ছে
পরবর্তী নিবন্ধমার্চে প্রতি কেজি এলপিজির দাম বেড়ে ১২৩ টাকা ৫২ পয়সা