বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী পরিষদের সভা গত সোমবার রিয়াজউদ্দিন বাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি ইলিয়াছ আহমেদ ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান তালুকদার ও কো-চেয়ারম্যান রফিক উদ্দিন। এসময় নেতৃবৃন্দ বলেন, আমরা ৮/১০টা লাইসেন্স নিয়ে ভ্যাট দিয়ে ব্যবসা করছি। এছাড়া আমাদের গ্যাস বিল, পরিবেশ সনদ, লেবার কোর্টসহ বিভিন্ন বিষয় মেনে চলতে হয়। কিন্তু ফুটপাতে খাবার বিক্রয়কারীদের কোনো লাইসেন্স নেই, ভ্যাটও দিতে হয় না। তাদের খাবারও স্বাস্থ্যকর নয়। তাই এসব হকারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন শামশুজ্জামান, জসিম উদ্দিন, কবির আহমদ, আবুল কাশেম, ইউনুছ, ফজল কাদের, আবুল হোসেন, আলী আক্কাস, জামাল আহমেদ, হাবিবুর রহমান, ইসমাইল, বাবুল, রহমত উল্লাহ, সেকান্দার জামান, দেলোয়ার হোসাইন, গোলাম কিবরিয়া, ইয়াছিন, মীর হোসেন, নুরুল কবির, আবু মূছা, ইসরাফিল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।