ফুটপাতে অবৈধ স্থাপনা পটিয়ায় জরিমানা গুণলেন ৬ ব্যবসায়ী

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

 

পটিয়ায় ফুটপাত অবৈধ দখলমুক্ত ও উচ্ছেদ অভিযানে জরিমানা গুণলেন ছয়জন ব্যবসায়ী। উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পটিয়া পৌরসদরে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। রবিবার সকালে পৌরসদরের ক্লাব রোড ও স্টেশন রোড এলাকায় রাস্তার দুই পাশ থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও অবৈধভাবে রাস্তা দখল করার কারণে ৬ ব্যবসায়ীর কাছ থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পটিয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল মামুন জানিয়েছেন, পৌর সদরের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা করার অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলমান রাখা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যানেসথেসিওলজিস্টস সোসাইটির সায়েন্টিফিক কনফারেন্স ও সভা
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৯তম সিন্ডিকেট সভা