নগরীর ফুটপাত থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে বাকলিয়ার মিয়াখান বাদামতল মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ও স্থানীয়রা লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। লাশ নিয়ে আসা স্থানীয়দের বরাতে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, বৃদ্ধ মহিলাটি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ওই ফুটপাতে পড়েছিলেন। পুলিশ ও স্থানীয়রা ওই বৃদ্ধাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।