ফুটপাতের সেই প্রসূতি ও নবজাতকের ঠাঁই হলো উপলব্ধিতে

সিএমপি কমিশনারের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ফুটপাতের সেই প্রসূতি এবং নবজাতকের ঠাঁই হলো সুবিধাবঞ্চিত শিশু আশ্রয়কেন্দ্র উপলব্ধিতে। দৈনিক আজাদীতে গতকাল প্রকাশিত সংবাদটি দেখে সিএমপি কমিশনার হাসিব আজিজ এ্যাম্বুলেন্স পাঠিয়ে হাজী মুহম্মদ মহসিন কলেজের মাঠের পাশের ফুটপাত থেকে মা ও শিশুসহ পরিবারটিকে উপলব্ধিতে স্থানান্তরের ব্যবস্থা করেন।

সিএমপি কমিশনার হাসিব আজিজ এমন একটি সংবাদ সবার নজরে আনায় দৈনিক আজাদীকে ধন্যবাদ জানান।

চকবাজার থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম এ্যাম্বুলেন্সে করে পরিবারটিকে নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনি এলাকার ১ নম্বর সড়কস্থ উপলব্ধি আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেন।

উল্লেখ্য, আজাদীর ৮ম পৃষ্ঠায় ‘নবজাতক নিয়ে তাদের দিন কাটছে ফুটপাতে’ শিরোনামে গতকাল শুক্রবার সংবাদটি প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী