ফুটপাতের কিছু অংশ উন্মুক্ত রাখার অনুরোধ সুজনের

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

জনগণের চলাচলের জন্য ফুটপাতের কিছু অংশ উন্মুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ফুটপাত এখন আর সাধারণ জনগণের চলাচলের উপযুক্ত অবস্থায় নেই। ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য করা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফুটপাত ছাপিয়ে সে দখল রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে। নগরীর অধিকাংশ ফুটপাতেই এখন আর হাঁটার পরিবেশ নেই। বিভিন্ন কায়দায় সে ফুটপাত এখন নানা ধরনের হকারের দখলে। প্রতিনিয়ত দখল করে কাপড়-চোপড়, জুতা-সেন্ডেল, ফলমূল, খাবারের দোকানসহ নানারকম পসরা সাজিয়ে বসেন দোকানিরা। কোনো কোনো জায়গায় ফুটপাতের ওপর ভ্যান-ঠেলাগাড়ি, রিকশা অথবা মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়। আবার কোনো কোনো ফুটপাতের উপর স্তূপ করে রাখা হয় ভবন নির্মাণের সামগ্রী।
তিনি জনগনের চলাচলের জন্য ফুটপাতের কিছু অংশ উন্মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অন্যথায় ফুটপাতের পরিবর্তে রাস্তায় হাঁটাচালার নাগরিক দুর্ভোগের কারণে যদি কোনো প্রকার দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে বলে মত প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জ-চাক্তাইয়ের জলজট সমস্যা দ্রুত সমাধান হবে
পরবর্তী নিবন্ধকোন ষড়যন্ত্রই দেশের অগ্রগতি রুখতে পারবে না