ফুটন্ত ফুল প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলোয়াড় নিলাম অনুষ্ঠান

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

ফুটন্ত ফুল প্রিমিয়ার লিগ ক্রিকেট (এফএফপিএল) এর ষষ্ঠ আসর উপলক্ষে খেলোয়াড় নিলাম অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে এবং উপপরিচালক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব ও রবিউল হোসাইনের যৌথ সঞ্চালনায় খেলোয়াড় নিলাম কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের পরিচালক এম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ইএমএ কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম এবং এক্সপোনেন্ট কোচিং সেন্টারের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নাহিদ হোসন। অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮৪ জন খেলোয়াড়কে নিলামে তোলা হয় এবং টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দল নিলাম প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের একাদশ গঠন করে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
পরবর্তী নিবন্ধসিকদার বাড়ি কিশোর ও তরুণ সংঘের রাত্রিকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন