ফুটন্ত ফুল প্রিমিয়ার লিগের পঞ্চম আসর সম্পন্ন

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের সার্বিক ব্যবস্থাপনায় আগ্রাবাদ সিডিএ ১৯নং রোড সংলগ্ন মাঠে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ফুটন্ত ফুল প্রিমিয়ার লিগ সিজন০৫ গতকাল রোববার সম্পন্ন হয়। এবার টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। গতকাল সকাল ৮টায় টুর্নামেন্ট উদ্বোধন করেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের সচিব মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আল আজহারি। দিনব্যাপী খেলা শেষে ফাইনাল ম্যাচ জিতে শিরোপা নিজেদের ঘরে তোলে সুপ্রিম ওয়ারিয়র্স, রানার্স আপ হয় শামসুদ্দিন তুষার স্মৃতি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সেরা ব্যাটার নির্বাচিত হয় মুহাম্মদ ইমন, সেরা বোলার নির্বাচিত হয় মুহাম্মদ সাদিদ। খেলা শেষে সংগঠনের সভাপতি মুহাম্মাদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও সহসভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমা কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উপদেষ্টা মুহাম্মদ সারোয়ার উদ্দিন আরমান, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম রুবেল, ফুটন্ত ফুল কেন্দ্রীয় পরিষদের পরিচালক এম জয়নাল আবেদীন, মুহাম্মদ শাহীন চৌধুরী, কে এইচ সজীবুজ্জামান, মুহাম্মাদ নাঈম। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম আরমান, মিনহাজ উদ্দিন, ফখরুল ইসলাম সাজ্জাদ, মাহমুদুল হাসান জুয়েল, এরফান উদ্দিন রাফি, রবিউল হোসেন নিলয়, জয়ন্ত সূত্রধর, সারোয়ার ইসলাম নাহিদ, শাহরিয়ার ইমন, ইব্রাহীম খলিল, ইফতেখারুজ্জামান তন্ময়, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ ফরহাদ, মুহাম্মদ মুশফিক, মুহাম্মদ মামুন, সামেদ বিন জসিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিপ্পন কাইজির গ্রিন ইয়ার্ড স্বীকৃতি পেল এইচএম শিপিং লাইনস
পরবর্তী নিবন্ধঅলিম্পিক ফুটবল টুর্নামেন্টে তৌহিদ একাডেমি চ্যাম্পিয়ন